শামসুর রাহমান

কবিতা - আমার পুরোনো চটি

লেখক: শামসুর রাহমান

আমার পুরোনো চটি আঁধারে উদাস
পড়ে আছি, বিবর্ণ মেরুণ পর্দা ফেলে দীর্ঘশ্বাস।
অত্যন্ত নিঝুম ঘরবাড়ি
মধ্যরাতে, মনে পড়ে কবেকার রৌদ্রদায়ী শাড়ি।
হঠাৎ কীসের ঘোরে যখন–তখন
বেজে ওঠে আমার একান্ত ব্যক্তিগত টেলিফোন।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৫১৬ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন