ঘরোয়া
লিখেছেন - শামসুর রাহমান
গিন্নী বলেন, গয়নাগুলি
হতেই হবে জড়োয়া।
বলেন হেঁকে পাতি নেতা—
কে করে কার পরোয়া?
রাজনীতিটা জমবে ভালো,
হোক না সেটা ঘরোয়া!
গিন্নী বলেন, গয়নাগুলি
হতেই হবে জড়োয়া।
বলেন হেঁকে পাতি নেতা—
কে করে কার পরোয়া?
রাজনীতিটা জমবে ভালো,
হোক না সেটা ঘরোয়া!
মন্তব্য করতে এখানে ক্লিক করুন