কবিতা - কথকতা শামসুর রাহমান বিবিধ কবিতা মনের ভেতর নিত্য জমে কত কথকতা। তোমার দিকে মুখ ফিরিয়ে বলতে গেলাম কথা। কিন্তু আমার কথকতার হারিয়ে গেল খেই। তোমার দিকে চোখ ফিরিয়ে দেখি তুমি নেই। ♥ ০ পরে পড়বো ৩৩২ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন