শঙ্খ ঘোষ

কবিতা - এমনি ভাষা

শঙ্খ ঘোষ

মনে কি ভাবে লাজুক, লজ্জাশীলা?
এসব আমার অনেক হলো
এখন
রাস্তা জুড়ে থমকে আছে ট্রামের সেতু
দীর্ঘ, তবু অনিশ্চিত বৈদ্যুতিক।
কোথায় যাবে যাত্রীদল, যাত্রিণীদল, চকঝমকের যাত্রিণীদল?
এসো, আমার অল্প পায়ের সঙ্গে নামো।
মনে কি ভাবো লাজুক? আমার এমনি ভাষা।

পরে পড়বো
২৫১
মন্তব্য করতে ক্লিক করুন