হতাশা
শেখ মনিরুল হাসান
কালো ধোয়ার মতো নিশ্ছিদ্র হতাশায় ছেয়ে যাবে জীবন,
পাওয়া না পাওয়ার হিসেব কষে চলবে জীবন করুন সুরে।
এখানে কত রকমের হতাশা;
বিচ্ছেদের হতাশা,
বিরহের হতাশা,
প্রেম হারানোর হতাশা,
প্রিয় কিছু না পাওয়ার হতাশা,
জীবনের লাল সূর্য অস্তমিত হওয়ার হতাশা।
চারিদিকে এত মধুর সুর, এত সপ্ন -
তবুও দুঃস্বপ্নেরা, বেদনা রা নিষ্পলক তাকিয়ে থাকে,
পথে পথে রেখে যায় ব্যাথাদের চিহ্ন।
এই যে জীবন কেটে যাচ্ছে অস্থির কালো রেখা পটে,
রেখে যাচ্ছে গুচ্ছ স্মৃতি, বেদনার কারসাজি,
ওরা একদিন ক্লান্ত হয়ে হারিয়ে যাবে।
রেখে যাবে কষ্ট,
রেখে যাবে আশা,
রেখে যাবে স্বপ্ন,
রেখে যাবে ভালোবাসা,
সেই ক্ষণে আমি খুঁজে নিবো আমার পথ।
আশা বা হতাশার কোন পথ,
বেঁচে থাকার বা প্রজ্বলিত হওয়ার কোন সপ্ন নিয়ে,
চলবে জীবনের অকরুণ ধারাপাত।
পাওয়া না পাওয়ার হিসেব কষে চলবে জীবন করুন সুরে।
এখানে কত রকমের হতাশা;
বিচ্ছেদের হতাশা,
বিরহের হতাশা,
প্রেম হারানোর হতাশা,
প্রিয় কিছু না পাওয়ার হতাশা,
জীবনের লাল সূর্য অস্তমিত হওয়ার হতাশা।
চারিদিকে এত মধুর সুর, এত সপ্ন -
তবুও দুঃস্বপ্নেরা, বেদনা রা নিষ্পলক তাকিয়ে থাকে,
পথে পথে রেখে যায় ব্যাথাদের চিহ্ন।
এই যে জীবন কেটে যাচ্ছে অস্থির কালো রেখা পটে,
রেখে যাচ্ছে গুচ্ছ স্মৃতি, বেদনার কারসাজি,
ওরা একদিন ক্লান্ত হয়ে হারিয়ে যাবে।
রেখে যাবে কষ্ট,
রেখে যাবে আশা,
রেখে যাবে স্বপ্ন,
রেখে যাবে ভালোবাসা,
সেই ক্ষণে আমি খুঁজে নিবো আমার পথ।
আশা বা হতাশার কোন পথ,
বেঁচে থাকার বা প্রজ্বলিত হওয়ার কোন সপ্ন নিয়ে,
চলবে জীবনের অকরুণ ধারাপাত।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৩২ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন