জোনাকি
শিমুল মুস্তাফা
রংধনু শরীর
আবীরেতে মাখা
মন পাখি যদি
মেলে দাও পাখা
ডানার ভাজে ভাজে
এতো শিহরণ যদি
হোক না সে তবে
পাড় ভাঙ্গা নদী
এতো মানে অভিমানে
খিল দিয়ে কেনো আছো
জীবন তো একটাই
জীবনের মতো বাঁচো
কড়া গুণে গুণে
আর কতোদিন
হিসেব তো মেলে না
বাড়ে শুধু ঋণ
শরীর তো ভরপুর জল
হঠাৎ তপ্ত হঠাৎই শীতল
চলো মিলে মিশে থাকি
কটা দিন আর বাকি
শরীর তো জোনাকি
জ্বলে আর নেভে
বিদ্যুতে মাখামাখি
আবীরেতে মাখা
মন পাখি যদি
মেলে দাও পাখা
ডানার ভাজে ভাজে
এতো শিহরণ যদি
হোক না সে তবে
পাড় ভাঙ্গা নদী
এতো মানে অভিমানে
খিল দিয়ে কেনো আছো
জীবন তো একটাই
জীবনের মতো বাঁচো
কড়া গুণে গুণে
আর কতোদিন
হিসেব তো মেলে না
বাড়ে শুধু ঋণ
শরীর তো ভরপুর জল
হঠাৎ তপ্ত হঠাৎই শীতল
চলো মিলে মিশে থাকি
কটা দিন আর বাকি
শরীর তো জোনাকি
জ্বলে আর নেভে
বিদ্যুতে মাখামাখি
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১১৫ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন