মধ্যরাতে বাড়ি ফেরা
শিমুল মুস্তাফা
আমার এখন একলা একলা
দিন কাটাতে রাত কাটাতে
ভালোই লাগে
একলা জীবন উপুড় করে
ঘুপটি মেরে বসে থাকতে
ভালোই লাগে
রোদের সাথে বোধ মাখিয়ে
নিজের সাথে কথা বলতে
ভালোই লাগে।
নির্জনতা শিয়রে রেখে
ভর সন্ধ্যায় ঘুমিয়ে যেতে
কিংবা কোনো মধ্যরাতে
আচম্বিতে জেগে উঠতে
ভালোই লাগে
আমার এখন প্রতীক্ষাহীন
সেই টেবিলে চায়ের কাপে
একলা একলা চুমুক দিতে
ভালোই লাগে
জবাবদিহির জীবন থেকে
দূরে থাকতে সরে থাকতে
ভালোই লাগে
জ্যামের মধ্যে বাসের ভিতর
জানলা দিয়ে আকাশ দেখতে
ভালোই লাগে
আমার এখন একলা একলা
এই শহরে পথ হারাতে
ভালোই লাগে
ঘুম প্রহরে মধ্যরাতে
একলা একলা বাড়ি ফিরতে
ভালোই লাগে
ভালোই লাগে।
দিন কাটাতে রাত কাটাতে
ভালোই লাগে
একলা জীবন উপুড় করে
ঘুপটি মেরে বসে থাকতে
ভালোই লাগে
রোদের সাথে বোধ মাখিয়ে
নিজের সাথে কথা বলতে
ভালোই লাগে।
নির্জনতা শিয়রে রেখে
ভর সন্ধ্যায় ঘুমিয়ে যেতে
কিংবা কোনো মধ্যরাতে
আচম্বিতে জেগে উঠতে
ভালোই লাগে
আমার এখন প্রতীক্ষাহীন
সেই টেবিলে চায়ের কাপে
একলা একলা চুমুক দিতে
ভালোই লাগে
জবাবদিহির জীবন থেকে
দূরে থাকতে সরে থাকতে
ভালোই লাগে
জ্যামের মধ্যে বাসের ভিতর
জানলা দিয়ে আকাশ দেখতে
ভালোই লাগে
আমার এখন একলা একলা
এই শহরে পথ হারাতে
ভালোই লাগে
ঘুম প্রহরে মধ্যরাতে
একলা একলা বাড়ি ফিরতে
ভালোই লাগে
ভালোই লাগে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৪২ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন