মরীচিকা
শিমুল মুস্তাফা
তুমি কি আর আমার ছিলে?
যখন ছিলে
তখনও কি আমার ছিলে?
বৃষ্টি ঝরা ভর দুপুরে
যখন তুমি
নিথর আমার হাতটি ধরে
ভিজতেছিলে অঝর ধারায়
তখনও কি আমার ছিলে?
তখন তোমার চোখের ভাষায়
অন্য কোনো স্বপ্ন আশা
অন্য কোনো অবগাহন
যদিও তখন
হাত দুটো যে
শক্ত করেই ধরেছিলে
তবুও কি আমার ছিলে?
যখন তুমি বেঘোর ঘুমে
মুখটি এনে আলতো করে
আমার বুকে গুঁজেছিলে
তখনও কি আমার ছিলে?
যখন তোমার নখের ক্ষতে
ছিন্ন ভিন্ন আমার শরীর
লেপ্টে যাওয়া
কাজল ও টিপ
তখনও কি আমার ছিলে?
তুমি কি আর আমার ছিলে?
যখন ছিলে
তখনও কি আমার ছিলে?
কখনও কি আমার ছিলে?
যখন ছিলে
তখনও কি আমার ছিলে?
বৃষ্টি ঝরা ভর দুপুরে
যখন তুমি
নিথর আমার হাতটি ধরে
ভিজতেছিলে অঝর ধারায়
তখনও কি আমার ছিলে?
তখন তোমার চোখের ভাষায়
অন্য কোনো স্বপ্ন আশা
অন্য কোনো অবগাহন
যদিও তখন
হাত দুটো যে
শক্ত করেই ধরেছিলে
তবুও কি আমার ছিলে?
যখন তুমি বেঘোর ঘুমে
মুখটি এনে আলতো করে
আমার বুকে গুঁজেছিলে
তখনও কি আমার ছিলে?
যখন তোমার নখের ক্ষতে
ছিন্ন ভিন্ন আমার শরীর
লেপ্টে যাওয়া
কাজল ও টিপ
তখনও কি আমার ছিলে?
তুমি কি আর আমার ছিলে?
যখন ছিলে
তখনও কি আমার ছিলে?
কখনও কি আমার ছিলে?
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১২০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন