না ফেরা

শিমুল মুস্তাফা শিমুল মুস্তাফা

আমি যদি একবার চলে যাই
একবার যদি চলে যাই আমি
আর কখনোই ফিরে আসবো না
ফিরে আসবো না আর কোনোদিন
মাথার কসম খেয়েই বলছি
তিন সত্যি আমি আর ফিরবো না
ফিরবো না আর ভুল পথ ধরে
তোমাদের এই শহরতলীতে
জাঁ পিয়ারে যেমন ফেরেনি আর
চল্লিশ বছর প্রতীক্ষমান
প্রেয়সী বের্নাদেত্তের কাছে
ফেরে না যেমন খড়কুটো আর
একবার বেনোজলে ভেসে গেলে
ফিরবো না জনারণ্যে লোকালয়ে
বকাট্টা চাঁদিয়াল যেমন ফেরেনা
কৈশোরের ধার করে কেনা সেই
লাটাই আর কামরাঙা মার্বেল
সেই কবে কবর দিয়ে এসেছি
কৈশোর আমাকে ফেরাতে পারেনি
চিতায় শুইয়ে রেখে বারবার
পেরেকে বিদ্ধ করেছি যৌবন
যৌবন আমাকে ফেরাতে পারেনি
যদি একবার আমি চলে যাই
কোনোভাবেই পারবে না ফেরাতে
পারবে না ফেরাতে কোনোভাবেই
অবহেলা আর অবজ্ঞায় ভরা
আমার এই সাষ্টাঙ্গ দেহ
আমি একবার যখন বলেছি
একবার আমি যখন বলেছি
আমি যাবোই তবে আমি যাবোই
যাবো বলে তো থেমে থাকতে নেই।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১২৫ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন