প্রাক্তন

শিমুল মুস্তাফা শিমুল মুস্তাফা

আমার এখন তোমার কথা
একটুও যে আর মনে নেই
আর মনে নেই তুমি বলে
কেউ তো ছিলো এই জনমে
এই জনমে কেউ কী ছিলো
সকাল বিকেল সন্ধ্যা দুপুর
লেপ্টে থাকা অষ্ট প্রহর
কেউ যে ছিলো ভুলেই গেছি
ভুলেই গেছি সেই যে কবে
মধ্যরাতে আচম্বিতে
ঘুমের ঘোরে চমকে উঠে
হঠাৎ করেই জাপটে ধরে
ইচ্ছে মতো চুমু খাবার
সেই যে আসর সেই যে বাসর
ভুলেই গেছি ভুলেই গেছি
একটুও যে আর মনে নেই
এই জীবনের কোণে কোণে
ভূবন ডাঙ্গা গহীন বনে
তুমি বলে একটি মানুষ
সাত পাকেরই স্বপ্ন বুনে
সেই যে কবে সেই যে কবে
বসত গেড়ে ঘুমিয়ে ছিলো
মরার ঘুমে ঘুমিয়ে ছিলো
একজনমে একশো রকম
দিব্যি ছিলো মাথার কসম
কসম ছিলো তোমার আমার
আউলা ঝাউলা জীবন শেষে
এক মরাতে মরবো দুজন
এক পাতেতে ভাত মাখাবো
রাত কাটাবো জাত ঝাটাবো
এক কাঁথাতে দুজন মিলে
রাত কাটাবো হাত হাতাবো
ভুলেই গেছি এসব কথা
এসব কথা এখন আমার
একটুও যে আর মনে নেই
আর মনে নেই একটুও যে
তুমি বলে কেউ যে ছিলো
ভুলেই গেছি কেউ কী ছিলো
ভুলের মাঝেই ভুলে গেছি
ভুলে ভরা এই মানুষের
এক জীবনে একটি শুধু
সত্য বলে তুমি ছিলো।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৩৯ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন