রূপান্তর
শিমুল মুস্তাফা
একটা সময় আমিই ছিলাম
তোমার জীবন তোমার মরণ
তোমার চোখে আমিই ছিলাম
এই পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ
শ্রেষ্ঠ প্রেমিক ভরা কটাল
ওলোট পালট হালট টালট
পুকুর পাড়ের শেওলা সকাল
একটা সময় আমিই ছিলাম
তোমার খেলার লুডুর ঘুঁটি
খুঁটি নাটি চড়ূইভাতি
চোর-পুলিশ আর ডাকাত
ধরার চোরকাঁটা টা
আমিই ছিলাম একটা সময়।
একটা সময় এমন ছিলো
মাঝ দুপুরে পড়তো ডাকাত
আমার দিকে চোখ ফেরালে
আমার দিকে মুখ ফেরালে
বাজতো মাদল তোমার বুকে।
একটা সময় এই আমিটাই
তোমার কাছে বৃক্ষ ছিলাম
আমার বুকে মুখ না গুঁজে
ঘুম হতো না তোমার নাকি
আমার হাতের লোকমা ছাড়া
ভাত খেতে না রাত্রি দুপুর
এই আমিকেই ভালোবেসে
এক বিকেলে ঘর ছেড়েছো
পর করেছো নিজের বাড়ি
সেই আমিকেই এখন তোমার
ভাল্লাগে না আগের মতো
তোমার কাছে এখন আমার
সব কিছুতেই ভুলে ভরা
উঠতে বসতে সব কিছুতেই
এখন আমি ভুলের পাহাড়
এখন আমার একশো রকম
জবাবদিহি তোমার কাছে
কাব্য নিয়ে কেনো আমি
রাত দুপুরে মাতাল থাকি
আকাশ দেখি দিন দুপুরে
একলা থাকি সন্ধ্যে হলে
কেনো আমি ভোরের আলোয়
একলা হাঁটি শিশির পথে
একশো রকম দোষে ভরা
এই আমি এক তোমার কাছে
চলায় বলায় আমি নাকি
ভীষণ রকম খামখেয়ালি
এখন আমি হঠাৎ করেই
ভীষণ গেঁয়ো তোমার কাছে
আমায় নিয়ে যায় না যাওয়া
পার্টি-শার্টি রেস্টুরেন্টে
বৃষ্টি হলে কেনো আমি
এতো বেশী উদাস থাকি
আমার সুরে বেশী দূরে
এখন নাকি আগের মতো
যায়না যাওয়া অচীনপুরে
এখন আমার সব কিছুতেই
খুঁত ধরাটা স্বভাব তোমার
এখন তোমার সেই আমিতে
ভাল্লাগে না আগের মতোন
এখন তোমার সেই আমিটা
ভীষণ গেঁয়ো ভীষণ গেঁয়ো।
তোমার জীবন তোমার মরণ
তোমার চোখে আমিই ছিলাম
এই পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ
শ্রেষ্ঠ প্রেমিক ভরা কটাল
ওলোট পালট হালট টালট
পুকুর পাড়ের শেওলা সকাল
একটা সময় আমিই ছিলাম
তোমার খেলার লুডুর ঘুঁটি
খুঁটি নাটি চড়ূইভাতি
চোর-পুলিশ আর ডাকাত
ধরার চোরকাঁটা টা
আমিই ছিলাম একটা সময়।
একটা সময় এমন ছিলো
মাঝ দুপুরে পড়তো ডাকাত
আমার দিকে চোখ ফেরালে
আমার দিকে মুখ ফেরালে
বাজতো মাদল তোমার বুকে।
একটা সময় এই আমিটাই
তোমার কাছে বৃক্ষ ছিলাম
আমার বুকে মুখ না গুঁজে
ঘুম হতো না তোমার নাকি
আমার হাতের লোকমা ছাড়া
ভাত খেতে না রাত্রি দুপুর
এই আমিকেই ভালোবেসে
এক বিকেলে ঘর ছেড়েছো
পর করেছো নিজের বাড়ি
সেই আমিকেই এখন তোমার
ভাল্লাগে না আগের মতো
তোমার কাছে এখন আমার
সব কিছুতেই ভুলে ভরা
উঠতে বসতে সব কিছুতেই
এখন আমি ভুলের পাহাড়
এখন আমার একশো রকম
জবাবদিহি তোমার কাছে
কাব্য নিয়ে কেনো আমি
রাত দুপুরে মাতাল থাকি
আকাশ দেখি দিন দুপুরে
একলা থাকি সন্ধ্যে হলে
কেনো আমি ভোরের আলোয়
একলা হাঁটি শিশির পথে
একশো রকম দোষে ভরা
এই আমি এক তোমার কাছে
চলায় বলায় আমি নাকি
ভীষণ রকম খামখেয়ালি
এখন আমি হঠাৎ করেই
ভীষণ গেঁয়ো তোমার কাছে
আমায় নিয়ে যায় না যাওয়া
পার্টি-শার্টি রেস্টুরেন্টে
বৃষ্টি হলে কেনো আমি
এতো বেশী উদাস থাকি
আমার সুরে বেশী দূরে
এখন নাকি আগের মতো
যায়না যাওয়া অচীনপুরে
এখন আমার সব কিছুতেই
খুঁত ধরাটা স্বভাব তোমার
এখন তোমার সেই আমিতে
ভাল্লাগে না আগের মতোন
এখন তোমার সেই আমিটা
ভীষণ গেঁয়ো ভীষণ গেঁয়ো।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১২৯ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন