নিরাপদে নেই

মোহাম্মদ সিয়াম হোসেন মোহাম্মদ সিয়াম হোসেন

১.
উপরন্তু পশুরাও আজ শান্তিতে নেই;
রাস্তায় যে কুকুর ঘুমিয়ে সেও নিরাপদে নেই।
নিরাপদে নেই ছাগল-ভেড়া,
গলায় ঘন্টা লাগানো হেলে-দুলে চলা রাস্তার গরুগুলো আজ বড্ড অনিরাপদ।
২.
রাতে পেঁচা গুলো এখন আর খাবারের সন্ধানে নামে না।
অভুক্ত উদর নিয়ে বসে থাকে;
এগুলো রাতের রোজা,মনকে শান্তনা দেয়।
৩.
এখন আর কাক গুলো দালানের বারান্দা ঘেঁষে ঘর বাঁধে না।
এই তো কিছু মূহূর্ত আগে বারান্দায় খেলতে থাকা শিশুর বুক চিরে বেরিয়ে আসে রক্ত পিপাসু গুলি।
মোবাইলের টাওয়ার থেকে কাকেরা গৃহ ত্যাগ করে শরণার্থী হয়েছে।কারণ শহর-বন্দর অনিরাপদ।
৪.
ঘর থেকে কোনো পশু-পক্ষী বেরোয় না আজ।
বাতাসে ভর করে ভেসে আসেনা ভোরের পাখির সুর।
পাখির অভুক্ত ছানাগুলোও অদৃশ্য শঙ্কায় ক্ষুধার আর্তনাদ ভুলে গিয়েছে।
তাদের ঠোঁট গুলো বেঁকে গিয়েছে অজানা ভবিষ্যতের অনিরাপদ চিন্তায়।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন