শূন্য থেকে সাফল্যের শিখরে
শূন্য থেকে সাফল্যের শিখরে
শেখ মিজান

গল্প - শূন্য থেকে সাফল্যের শিখরে

লেখক: শেখ মিজান
প্রকাশ - মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ ধরণ: জীবনবাদী, দেশের

গল্প: শূন্য থেকে সাফল্যের শিখরে

শেখ মিজান, বাংলাদেশের একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। চারপাশে সবুজ ফসলের মাঠ, পাখিদের কিচিরমিচির আর সরল জীবনের মাঝে তাঁর শৈশব কেটেছে। তাঁর পরিবার ছিল খুবই সাধারণ। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক, যাঁর আয়ে কোনওরকমে পরিবারের চাহিদা মেটানো যেত। কিন্তু মিজান ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন বড় কিছু করার। তাঁর মনে ছিল অসীম কৌতূহল এবং নিজেকে প্রমাণ করার অদম্য ইচ্ছা।

শুরুটা যেখানে

স্কুলজীবনেই শেখ মিজানের পড়াশোনার প্রতি আগ্রহ ছিল অসাধারণ। তবে তাঁর ভালো লাগার জায়গা ছিল প্রযুক্তি। গ্রামের একমাত্র কম্পিউটার দোকানটি ছিল তাঁর প্রিয় জায়গা। সেখানে বসে তিনি ঘণ্টার পর ঘণ্টা কম্পিউটার স্ক্রিনে কীভাবে কাজ হয় তা দেখতেন। ইন্টারনেটের সঙ্গে প্রথম পরিচয় হওয়ার পর তাঁর মনে প্রযুক্তি নিয়ে কাজ করার এক নতুন স্বপ্ন জেগে ওঠে।

তবে সমস্যা ছিল একটাই। একটি কম্পিউটার কেনার সামর্থ্য তাঁর পরিবারের ছিল না। কিন্তু মিজান ছিলেন অদম্য। দিনের বেলা স্কুলে পড়াশোনা এবং রাতে পার্ট-টাইম কাজ করে অল্প অল্প করে টাকা জমাতে শুরু করলেন। বছরের পর বছর পরিশ্রম করে একদিন তিনি একটি পুরনো কম্পিউটার কিনতে সক্ষম হলেন। এটাই ছিল তাঁর স্বপ্নপূরণের প্রথম ধাপ।

প্রথম ঝুঁকি: ICT Vista-এর প্রতিষ্ঠা

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শেখ মিজান দেখলেন, প্রযুক্তি খাতে দেশের অভাবনীয় সম্ভাবনা রয়েছে। অন্যরা যেখানে ভালো চাকরির স্বপ্নে বিভোর, মিজান সিদ্ধান্ত নিলেন নিজের একটি প্রযুক্তি কোম্পানি গড়বেন। বন্ধুবান্ধব ও পরিবারের সবাই তাঁকে সাবধান করল। বলল, এমন ঝুঁকি নেওয়া বোকামি। কিন্তু মিজান বিশ্বাস করতেন, তাঁর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সঠিক সময় এটাই।

সেই সাহসিক সিদ্ধান্ত থেকেই জন্ম নেয় ICT Vista Ltd.। শুরুতে প্রতিষ্ঠানটির কোনও অফিস ছিল না। ছোট্ট একটি ঘরে বসেই কাজ শুরু করেন মিজান। হাতে ছিল সীমিত অর্থ আর অনেক বড় স্বপ্ন। তিনি স্থানীয় ব্যবসায়ীদের জন্য ওয়েবসাইট তৈরি করতে শুরু করলেন। তাঁর কাজের গুণগত মান এবং সময়ানুবর্তিতা দ্রুতই তাঁকে জনপ্রিয় করে তোলে।

প্রতিষ্ঠানের উন্নয়নের পথে

শেখ মিজান জানতেন, প্রযুক্তি খাতে টিকে থাকতে হলে নতুনত্ব আনার বিকল্প নেই। তিনি তাঁর প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নেওয়ার জন্য নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ শুরু করলেন। তাঁর নেতৃত্বে ICT Vista আধুনিক চ্যাটবট সেবা চালু করে, যা স্থানীয় বাজারে এক অনন্য সংযোজন ছিল। প্রতিষ্ঠানটি দ্রুতই দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সেবা দিতে শুরু করে।

আজ ICT Vista শুধু একটি প্রযুক্তি কোম্পানি নয়, বরং এটি তরুণ উদ্যোক্তাদের জন্য একটি প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানটি তরুণদের উদ্ভাবনী চিন্তা বাস্তবে রূপ দিতে সহায়তা করছে। শেখ মিজানের লক্ষ্য ছিল, প্রযুক্তির মাধ্যমে দেশের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা, আর তিনি তা করতে সফল হয়েছেন।

ব্যর্থতা থেকে শিক্ষা

শেখ মিজানের পথচলা কখনোই মসৃণ ছিল না। বহুবার তাঁকে ব্যর্থতার মুখোমুখি হতে হয়েছে। অনেক সময় অর্থের অভাবে নতুন প্রজেক্ট বন্ধ করতে হয়েছে। কিন্তু মিজান ব্যর্থতাকে কখনো থেমে যাওয়ার কারণ হিসেবে দেখেননি। বরং প্রতিটি ব্যর্থতা তাঁকে নতুন কিছু শেখার সুযোগ দিয়েছে। তাঁর ভাষায়, “ব্যর্থতা হচ্ছে সাফল্যের প্রথম সিঁড়ি। যারা সেই সিঁড়ি ভাঙতে পারে, তারাই একদিন শিখরে পৌঁছায়।”

শেখ মিজানের বার্তা

শেখ মিজান বিশ্বাস করেন, “আপনার স্বপ্ন যত বড়ই হোক না কেন, যদি আপনি সেই স্বপ্নকে অনুসরণ করার সাহস এবং পরিশ্রম করতে পারেন, তবে সাফল্য আপনার দ্বারপ্রান্তে আসবেই।” তাঁর জীবনের প্রতিটি অধ্যায়ই আমাদের শেখায় যে শূন্য থেকে শিখরে ওঠার জন্য প্রয়োজন কেবল অদম্য ইচ্ছা, কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস।

আজ শেখ মিজান হাজারো তরুণের অনুপ্রেরণার প্রতীক। তাঁর গল্প আমাদের মনে করিয়ে দেয় যে সীমাবদ্ধতা কখনোই জীবনের পথে বাধা হতে পারে না, যদি আমরা স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন পূরণের জন্য লড়াই করতে শিখি।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২৯ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন