একটা বছর শেষ হতে সময় লাগে
একটা বছর
একটি দুঃখের শেষ হতে
বছরের পর বছর কেটে যায়
শেষ হয় না
যে বসন্ত ওই উঠোনের
নিম গাছের ঝাঁকড়া ডালপালায়
অদৃশ্য আঙ্গুলের বিলি কাটে
একটি ঋতুর বেশি
তার থাকার মেয়াদ নেই –
ছয় ঋতু
কোনো কোনো হতাশার আকর্ষণেই
কেন বারবার ফিরে আসতে থাকে?
পাতা ঝরছে এবারের শীতে
ফ্লোরেসেন্ট সবুজকে ডাকতে
গাছের ক’টি সপ্তাহ সময় লাগবে
অথচ মানুষের সঙ্গে মানুষ সুখে দুঃখে সমান হতে
শতাব্দীর পর শতাব্দী চলে যায় ।
কেন ?
~ সৌমিত্র চট্টোপাধ্যায় (কাব্যগ্রন্থ, মধ্যরাতের সংকেত)
মন্তব্য করতে ক্লিক করুন