সৌমিত্র চট্টোপাধ্যায়

কবিতা - এই অন্ধকার থেকে

লেখক: সৌমিত্র চট্টোপাধ্যায়

অন্ধকারে থেমে গেছে ট্রেন
গন্তব্যের কতদূরে আছি কেউ ব’লবেন?
নির্বাক যামিনী ঘিরে আছে
হয়ত বা খুব কাছে
এসে গেছে বড় জংশন-
কামরায় সবাই কি ঘুমে অচেতন
কেউ কি জানেন কতখানি ব্যবধান
এই অন্ধকার থেকে শেষ ইস্টিশান?
অথবা কি গাড়ি আর যাবে না এ রাতে
নেমে গিয়ে নিঃসম্পাতে
এ ক্ষেত্রবসুধা পার হতে হবে পদব্রজে
যতক্ষণ না গন্তব্যের গান
বেজে ওঠে উষার ষড়জে

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৩৯৯ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন