একাকিত্ব
সৌমিত্র চট্টোপাধ্যায়
এই যে আমার ঘরটায় অজস্র উপকরণের জঞ্জাল এদের প্রত্যেকের একটা করে নাম আছে
আর কি আশ্চর্য
সেই নামটা একাকিত্ব - সকলেরই তাই
সারাদিন পরে এসে
যখন এখানে গা এলিয়ে দিই
দেখি একাকিত্ব আগেই সেখানে পৌছে
আমার জন্য অপেক্ষা করছে
পরিচিত একাকিত্ব
দেখতে দেখতে অপরিচিত একটা ভীষণ জানোয়ার হয়ে ওঠে
দেয়ালগুলো আলমারি বুক শেলফ
খবর বলতে থাকার রেডিয়ো
এক কোণে ছেড়ে রাখা ময়লা কাপড়
অনেকগুলো বুনো জানোয়ারের মতো
যারা আমাকে ঘিরে ধরেছে
তাদের প্রত্যেকের নাম একাকিত্ব
নদী জলধারা সাগর পর্বত
এসব নিসর্গের কাছে যখন যাই
তখন তারাও মনোময় নির্জনতা দিয়ে ঘিরে দেয়
প্রেমের চুম্বনও তাই করে - নির্জন নির্জন শুধু
সে সব নির্জন আমাকে সম্পূর্ণ করে
আমার ঘরের একাকিত্ব
বুনো জানোয়ারের মতো
আমার কন্ঠনালীর উপর দাঁত বসাতে উদ্যত
থাবা শ্বদন্ত নখর তপ্ত নিঃশ্বাস
গলা থেকে গরগর আওয়াজ
আমাকে জানিয়ে দেয়
আমিও পিপাসার্ত ক্ষুধাকাতর
ওই জানোয়ারেরই মতো
আমি এই জানোয়ারকে জব্দ করতে জানি না.
~ সৌমিত্র চট্টোপাধ্যায় (কাব্যগ্রন্থ, ক্যালাইডোস্কোপ)
আর কি আশ্চর্য
সেই নামটা একাকিত্ব - সকলেরই তাই
সারাদিন পরে এসে
যখন এখানে গা এলিয়ে দিই
দেখি একাকিত্ব আগেই সেখানে পৌছে
আমার জন্য অপেক্ষা করছে
পরিচিত একাকিত্ব
দেখতে দেখতে অপরিচিত একটা ভীষণ জানোয়ার হয়ে ওঠে
দেয়ালগুলো আলমারি বুক শেলফ
খবর বলতে থাকার রেডিয়ো
এক কোণে ছেড়ে রাখা ময়লা কাপড়
অনেকগুলো বুনো জানোয়ারের মতো
যারা আমাকে ঘিরে ধরেছে
তাদের প্রত্যেকের নাম একাকিত্ব
নদী জলধারা সাগর পর্বত
এসব নিসর্গের কাছে যখন যাই
তখন তারাও মনোময় নির্জনতা দিয়ে ঘিরে দেয়
প্রেমের চুম্বনও তাই করে - নির্জন নির্জন শুধু
সে সব নির্জন আমাকে সম্পূর্ণ করে
আমার ঘরের একাকিত্ব
বুনো জানোয়ারের মতো
আমার কন্ঠনালীর উপর দাঁত বসাতে উদ্যত
থাবা শ্বদন্ত নখর তপ্ত নিঃশ্বাস
গলা থেকে গরগর আওয়াজ
আমাকে জানিয়ে দেয়
আমিও পিপাসার্ত ক্ষুধাকাতর
ওই জানোয়ারেরই মতো
আমি এই জানোয়ারকে জব্দ করতে জানি না.
~ সৌমিত্র চট্টোপাধ্যায় (কাব্যগ্রন্থ, ক্যালাইডোস্কোপ)
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৫৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন