হেঁ-হেঁ আলির ছড়া

সুভাষ মুখোপাধ্যায় সুভাষ মুখোপাধ্যায়

কাণ্ড

মহকুমা সদরে ভাই
দেখে এলাম কাণ্ড
একজন ডালে একজন পাতায়
খোঁজে গাছের কাণ্ড
দেখতে তালপাতার সেপাই
মাথাগুলো প্রকাণ্ড

তাকায় না ফলফুলে
লক্ষ্য একদম মূলে
বলে না অবিশ্যি খুলে
তারা ছাড়া বাকি সবাই
কেন অকালকুষ্মাণ্ড

এ কয় ওরে, শিখো রে
পৌঁছুতে হয় কী ক’রে
সোজা সটান শিকড়ে---

বলে যেই না হাত ছেড়ে দেয়
চিৎ করে দেয় ব্রহ্মাণ্ড॥


বাঘে

চরাতে নিয়ে গিয়েছিলাম গো মালিক
. তিন শো শব্দ গো
. মালিক
. তিন শো শব্দ
ফিরে এলম গো মালিক
তিনটে কম গো
. মালিক
. তিনটে কম
একটি ছিল আগে
সেটিকে পেয়ে বাগে
. খেয়ে নিলে হালম গো মালিক
. খেয়ে নিলে হালম।

দুটিকে দিলে খোঁয়াড়ে
ও-পাড়ার সেই চোয়াড়ে |
একটি ভূত
একটি ভগবানের পুত---
ভালোবাসা ছিল সবার আগে গো মালিক
. ছিল গো মালিক আগে—
. তাকেই খেলে বাঘে॥


তিন্তিড়ি

তেঁতুলতলায় শব্দ কিসের
বিশ্রী বিদিকিচ্ছিরি---
কে ওখানে? কে হে?

এজ্ঞে আমি হেঁ-হেঁ---
অন্ধকারে চোখটা জ্বেলে
খুঁজে বেড়াচ্ছি তিন্তিরি।

ঢুকব কি না ঢুকব দেহে---
মুখপুড়িটা আমায় ফেলে
দিয়েছে দেখুন, কী বিষম সন্দেহে॥
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন