বদল

সুদীপ তন্তুবায় নীল সুদীপ তন্তুবায় নীল

জীবনটা আজ ছেঁড়া হেডফোন
ভাঙা মোবাইল মন,
ততটুকু সব খোঁজ রাখে, যার
যতটুকু প্রয়োজন।

প্রয়োজন ছিল চেনা মুখগুলো
পাশে থাক অসময়,
মুখগুলো আজ মুখোশের পাশে
বদলেছে পরিচয়।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯৯ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন