আশেপাশে অনেক মানুষ
সঙ্গে থাকার ছল!
দিনের শেষে নিঃসঙ্গতাই
থাকে যে সম্বল।

সুখের সময় বন্ধু হাজার
দুঃখেতে কেউ নাই!
আসলে কিন্তু সবাই একা
বাস্তবে ঠিক তাই।

একটা পথে একলা পথিক
একলা হাঁটা রোজ।
ছু-কিত্-কিত্ ব্যস্ত জীবন
কে কার রাখে খোঁজ!

১৪২
মন্তব্য করতে ক্লিক করুন