প্রেমের গল্প আর বলো না
ইচ্ছেটা নেই স্বপ্ন বাঁধার,
সেই তো প্রেমিক, সেই প্রেমিকা
উপসংহারে বিচ্ছেদ আবার!
তার চেয়ে বরং কবিতা হও
ছন্দে ছন্দে মিষ্টি হাসো,
মিলন সুখের আদর দিয়ে
হাসবে দেখো উপন্যাসও।
প্রেমের গল্প আর বলো না
ইচ্ছেটা নেই স্বপ্ন বাঁধার,
সেই তো প্রেমিক, সেই প্রেমিকা
উপসংহারে বিচ্ছেদ আবার!
তার চেয়ে বরং কবিতা হও
ছন্দে ছন্দে মিষ্টি হাসো,
মিলন সুখের আদর দিয়ে
হাসবে দেখো উপন্যাসও।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন