অভিনয় দিয়ে বেঁধেছিলি ঘর
অবহেলা তোর নাম।
প্রিয়জন যদি প্রয়োজন হয়
বিচ্ছেদই পরিণাম!

আবেগে তো আর জীবন চলে না
নাই বা রইলি তুই।
নিজের পাশেতে দাঁড়িয়ে এখন
নিজেকেই আমি ছুঁই।

সময় তো আর শুনবে না কথা
আপন খেয়ালে বয়।
পথ চেয়ে থেকে অপেক্ষা মানে
সময়ের অপচয়।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১০৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন