সুদীপ তন্তুবায় নীল

কবিতা - স্মৃতির দুয়ারে

লেখক: সুদীপ তন্তুবায় নীল

অলিখিত কিছু গল্প হঠাত্ই
কবিতার রঙে সাজে,
স্মৃতির দুয়ারে কলিং বেলটা
বেজে ওঠে মাঝে মাঝে।

কত বনলতা জীবনের পথে
জীবনানন্দ আঁকে,
হারালেও তারা আজীবন তবু
কবির হৃদয়ে থাকে।

মাঝখানে কিছু স্মৃতির ফুলেরা
ঝরে যায় বেলাশেষে,
হিসেব থাকে না, কত প্রিয় মন
কাঁদে আজও ভালোবেসে!

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৭৯ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন

প্রকাশিত মন্তব্য গুলো

  1. স্মৃতির দুয়ারে কবিতা টি খুব ভালো লাগলো। অনবদ্য শব্দ চয়ন ও ভাষার মাধুর্যে মুগ্ধ হলাম।
    কবিকে অভিনন্দন।

মন্তব্য করতে এখানে ক্লিক করুন