সুনীল গঙ্গোপাধ্যায়

কবিতা - বিপদ সীমার ঠিক ধার ঘেঁষে

লেখক: সুনীল গঙ্গোপাধ্যায়

বিপদ সীমার ঠিক ধার ঘেঁষে পা ঝুলিয়ে
বসে আছে দুটি ছেলে মেয়ে
ভারসাম্য বাঁধা আছে একটিমাত্র
চুলে তবু ছলচ্ছল হেসে ওরা কেন
আকাশ সাঁতরায়?

ঝড় নয়, পাখি উড়ে গেলে
যেটুকু বাতাস কাঁপে তাও যেন বেশি
পৃথিবীর রোদ-বৃষ্টি ভাগাভাগি হয়ে গেছে কবে
সব ভূমি রক্ত মাংসে গাঁথা
নেহাত আকাশ ছাড়া আর কোনো উদ্যানের
অবিঘ্নতা নেই
তবু ওরা চুলে বাঁধা ভারসাম্যে দোল খায়
সকৌতুক মুখ দুটি শিল্প হয়ে ওঠে
মহাকাল ব্যগ্র হয়ে দেখে
দেখে যে আশ মেটে না
চক্ষে লাগে দুঃখের কাজল।

১০১
মন্তব্য করতে ক্লিক করুন