কবিতা - দেরি সুনীল গঙ্গোপাধ্যায় অন্যান্য কবিতা বিকেলের গা চুইয়ে গড়িয়ে পড়ছে মনোহরণ এবারে শেষ স্নান সেরে নিতে হবে আকাশে মখমলের পর্দা, এই বুঝি সরে যাবে একটুখানি উদ্ভাসিত হবে কোন অসম্ভবের স্থিরচিত্র জানি না তার আগে তৈরি হয়ে নিতে হবে, যেন দেরি না হয়ে যায়। ♥ ০ পরে পড়বো ১৯৯ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন