কবিতা - এ পৃথিবী জানে সুনীল গঙ্গোপাধ্যায় প্রেমের কবিতা এ পৃথিবী জানে কারো কারো বুক শূন্য এ পৃথিবী জানে কেউ ভ্রমরের খুনি কেউ অবেলায় বিজনে হারায়, বিষন্ন বালিয়াড়ি এ পৃথিবী জানে, মানুষে মানুষে আজও চেনাশুনো হয়নি। ♥ ০ পরে পড়বো ৭১৯ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন