হাতের মুঠোয় ছিলএকটা মস্তবড় নদী
নদীর মধ্যে ছিল আমার বাল্যকালের ভয়
ভয়ের পাশে সরলতার বাগান আর প্রাসাদ
হারিয়ে গেল,
সমস্তই হারিয়ে গেল!
নদীও নেই, ভয়ও নেই, কোথায় সেই
কাননঘেরা বাড়ি?
এখন আমি মানুষ, আমি কঠিন একটি মানুষ!

পরে পড়বো
২৩০
মন্তব্য করতে ক্লিক করুন