কবিতা - একটি অনুভব সুনীল গঙ্গোপাধ্যায় বিবিধ কবিতা পায়ের কাছে এই বিশাল বাধাহীন সমুদ্র মাথারও অধিতটে আকাশ নীলে নীল সমুদ্র একদা কার বুক আমার মনে হত সমুদ্র ? এখানে এ সাগর চোখের পরপারে অন্তহীন একদা কার প্ৰেম আমার চোখে ছিল অন্তহীন দু’বাহু বন্ধনে পেয়েও মনে হত অন্তহীন ? ♥ ০ পরে পড়বো ২৬২ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন