কবিতা - যে আগুন দেখা যায় না সুনীল গঙ্গোপাধ্যায় বিবিধ কবিতা যে আগুন দেখা যায় না সে পোড়ায় বেশি অণু-পরমাণু ঘিরে ধিকিধিকি জ্বলে এ যেন তুলোর রাশি বাতাসের উৎসাহ জেনেছে বৃষ্টি বা নদীও জানে। তারা সসম্মানে সরে যায় যে আগুন দেখা যায় না সে পোড়ায় বেশি জ্বলে তো জ্বলুক, পুড়িয়ে ঝুড়িয়ে সব ছাই করে দিক। ♥ ০ পরে পড়বো ১৯৫ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন