কবিতা - কাব্যজিজ্ঞাসা সুনীল গঙ্গোপাধ্যায় অন্যান্য কবিতা মায়ের কপট ঘুম, বাপ বাইরে, তিনটি শিশু কাঁদে অহরহ ক্ষুধার্ত মানুষ আনে কাব্যে কোন্ রস, তা কি জানেন ভামহ? নদীটির মৃতদেহ আগলে আছে গ্রামখানি, নির্মেঘ দুপুর এই দৃশ্যে লাগে কোন্ অলংকার, তা কি লিখেছেন কর্ণপুর? ♥ ০ পরে পড়বো ১৬৮ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন