মা বললে, ঘরের বাছা আয়রে ফিরে ঘরে
মুখের কথা উড়িয়ে নিলে বৈশাখের ঝড়ে
ঘর ভাঙল চাল উড়ল জল উঠল ফুলে
ময়ুর খোঁজে কেউটে সাপ নদীর কূলে কূলে
উড়াল দিয়ে নামল নীচে শিকরে বাজপাখি
পায়রা ভাবে বুকের ওম কোথায় তুলে রাখি!
কলার ভেলা সাজিয়ে নিয়ে ভাসাই দরিয়ায়
মেঘ বৃষ্টি ঝড়ের মুখে কত না দিন যায়!
অবিশ্রাম বৃষ্টি পড়ে ক্লান্ত ঝরঝর
উজান গাং পেরিয়ে এসে সামনে হালির চর।
আবার শেষে দুঃখে সুখে নতুন ঘর বাঁধি
কিন্তু কোথায় মা হারাল? সেই কথাতে কাঁদি!
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৫২ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন