আলোকজালকশোলোক
লিখেছেন - শুভশ্রী রায়
আলোকজালক শোলোক
মাটিতে নীলকণ্ঠের পালক
সূয্যি মুখের ঢাকা খোলোক
হীরকলতায় সোনার নোলক!
চাইছে পুরোপুরি ভূলোক
লতায় রাঙা আগুন জ্বলোক
সূয্যি শেষ কিরণ ঢালোক
সে যে আলোগাড়ির চালক!
দেখে খুশির তালোকমোলোক
চোখের পড়বে না তো পলক
দুনিয়ার মুখে হাসির ঝলক
বিকেল থেকে আঁধার টলোক!
সকলেই হেসে হেসে বলোক
আলোকজালক শোলোক।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন