আমার কমরেডের উদ্দেশ্যে

শুভশ্রী রায় শুভশ্রী রায়

বাকীদের কৌশলী নেতা,

আমার পতাকাবিহীন হৃদয়ের জন্য অন্য কিছু!

মিছিল ফুরোনোর পর এতাল বেতাল হয়ে ছুটতাম আপনার পিছু পিছু।

কমরেড, আপনার ভালোবাসা আমার এই পোড়া পোড়া জীবনের ওপরে বৃষ্টি হয়ে না ঝরলে

অনেক আগেই নিজেকে শেষ করে দিতাম

অথবা কোনো ঝিমঝিম মাদকের আশ্রয় নিতাম।

পরোক্ষভাবে আপনিই ধ্বংসাত্মক হতে দেননি

যদিও কোনো দিনই খুব বেশি খবর নেননি।

তবু নিশ্চিত জানি ঔদাসিন্যের পেছনে কী ছিল!

কী ভাবত, এখনো ভাবে আপনার অন্তর্গত দিলও।


বিনা ইন্ধনেই আপনার বিরহে ক্রমাগত যাই জ্বলে

তবু সান্ত্বনা

এত অদর্শন তবু মুহূর্তগুলো আপনারই কথা যায় বলে।

আপনার সঙ্গে দেখা না হলে অজান্তে হয়ে যেত পাপ

যে প্রেম বিরহ নিয়ে আসে সেও জীবন ধুয়ে দেয়,

ভালোবাসা ছাড়া বেঁচে থাকা অভিশাপের অধিক অভিশাপ।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮৯ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন