আমরা কজন

শুভশ্রী রায় শুভশ্রী রায়

আমরা ক'জন সম্মোহিত কবিতা পাওয়া সবই
কখনো কোনো কাগজে বেরোয়নি যাদের ছবি,
করতে চাই নিজেদেরই মতো একটা সম্মেলন,
সেই জন্য সাগ্রহে চলছে উপযুক্ত স্থান অন্বেষণ;
আমাদের সঙ্গে থাকবে কিছু কাব্য ও পাগলামি
আমরা এমন কিছু নই যে মনে রাখবে আগামী,
সভা করব আমরা ভাঙা ফাটা মেঝের ওপরে
আমরা কবিতা পড়ব, হাসব খুব জোরে জোরে
তারপরে সম্ভব হলে একটু জ্যোৎস্না পান করে
হাসিমুখে ফিরতে হবে নিজেদের গদ্যময় ঘরে।
আমরা, কাব্যে আবিষ্ট কবিতার আন্তরিক ছবি
কেউ কেউ অবশ্য আমাদের বলে থাকে 'কবি'।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯৯ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন