আজ রথ, বিকেলবেলা যাব বিটি রোডের মেলা
কী জানি বাবা, তখনো বৃষ্টি করবে কী না খেলা!
কিনব আমি চারটে ভেঁপু, অনেক জিলিপি পাঁপড়
এক মুখ হাসি নিয়ে ফিরে আসব বাড়ি তারপর।
নাই বা থাকুক টাকা অনেক, খেলনা দামী দামী
রথ এলেই স্বতঃস্ফূর্ত আনন্দ করতে জানি আমি!