ভুক্তভোগী

শুভশ্রী রায় শুভশ্রী রায়

দিনকাল ভালো নয়, যুগে যুগে সত্যি এ কথা
সতর্ক হবেন, আগাগোড়া হাঁটবেন খুব সাবধানে!
রাস্তায় বড়জোর পাথর পেরেক থাকতে পারে,
পথিকের রূপে খুনীরাও কিন্তু যায় এখানে ওখানে।

যাকে মনে করেছেন নিরীহ সহযাত্রী, সহজ,
সে হতে পারে সোজা লোক, কিম্বা ঘাতক ক্রূর
জীবনের পথে সহাস্যে পাশে এসে বসে অনেকেই
না ঝাঁকিয়ে বিশ্বাস নয় কাউকেই, আস্থা সুদূর।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১২৯ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন