বন্ধু

শুভশ্রী রায় শুভশ্রী রায়

কে চেনে গভীরে লুকিয়ে রাখা সমস্ত গোপন ক্ষত?
মধুরতম হাসিতে মেনে নেয় এমন কী বিরুদ্ধ মত?
সমস্ত বিপদে বাধায় দৃঢ় হয়ে কে ধরে থাকে হাত?
অশ্রু মুছিয়ে দেয় সযত্নে না দেখে গোষ্ঠী বা জাত?
আগুনের পথ দিয়ে হাঁটার সময় কে থাকে পাশে?
আলো দেখায় যখন খালি আঁধারই আকাশে?
কে বলে,কোনো ব্যথাই একা তোর নয়, আমারও?
সে বন্ধু হৃদয়ের, আমার সব সুখ-দুখ তারও।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮৭ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন