ঝরে ঝরে পড়ছে জল না কী আকাশের মন খারাপ?
কারুর মনখারাপ হলে কেউ হয় সবুজ, কমে অসহ্য তাপ!
ভাগ্যিস মেঘও বিষণ্ণ হয়ে আস্তে বা জোরে কেঁদে ওঠে,
তাই তো পুড়ে যাওয়া মাটির অজস্র ফোঁটায় অমৃত জোটে!
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১২৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন