বৃষ্টি-প্রেম

শুভশ্রী রায় শুভশ্রী রায়

পোড় ও বিরহিণী এখন একটু রোদ্দুরে তুই পোড় না!
এক্ষুণি রিমঝিম নামবে, তখন জড়িয়ে নিস বৃষ্টির ওড়না।
এখন পুড়ে যা, পরে বৃষ্টি শুষে সজল হয়ে যাবি নারী
তারপরে বুঝবি এভাবে পুড়ে যাওয়া ছিল কত দরকারী!

এখন একটু পুড়েই বাঁশি বাজা ও আমার নওল কিশোর
ভালোবাসা ঝরবেই বৃষ্টি হয়ে,পাবি তুই পিয়াকে দোসর!
বাঁশিতে এখন বাজা দহনের ব্যথা, পুড়ে যা গ্রীষ্ম ও বিরহের তাপে
ঋতু পাল্টাবে, বিরহের সমস্ত দাহ সেরে যাবে বর্ষা প্রলাপে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১০৯ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন