শুভশ্রী রায়

কবিতা - ছেলেমানুষের ছবি

লেখক: শুভশ্রী রায়

ছেলেমানুষ ছবি আঁকে অত হিসেব কী বোঝে?
যেখানে সেখানে বসিয়ে দেয় সূর্য একটা কী দুটো
যত পারে রং দেয় সূর্যে, আকাশে, নিচে গাছপাতায়
অঙ্কন জ্বলজ্বলে আর রঙের পাত্র হয়ে যায় ফুটো!

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১২৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন