শুভশ্রী রায়

কবিতা - চোখ পরেছে শোক

লেখক: শুভশ্রী রায়

চোখ পরে আছে শোক
রশ্মির হয়েছে বাধক।
ওপরে তার স্পর্শ হোক
সুদীপ্ত জীবনের হীরক।
মৃত্যুর আর্দ্রতা শুকোক
জীবনের ঘন মায়াজালক
নিয়ে জড়িয়ে যাক চোখ,
ভেদ করে বিদায়ী সড়ক
খুঁজে নিক নন্দিত আলোক।

১৪৩
মন্তব্য করতে ক্লিক করুন