শুভশ্রী রায়

কবিতা - ছড়া নেবে গো?

লেখক: শুভশ্রী রায়

ছড়া নেবে গো ছড়া, এক এক আনা দাম?
তার বেশি কিছু চাইলে আমি হব যে বদনাম
এক আনাও বেশি? তাহলে বিনা মূল্যে নাও
সেই সঙ্গে আমায় প্রাণহরা মিষ্টি হাসি দাও।
ছড়া নেবে গো? ছোট্ট ছড়া, বড়ই কম দাম
তাও কেমন লিখে চলি, কমিয়ে কাজকাম!

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১০৮ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন