ছড়া নড়া
শুভশ্রী রায়
হ্যাঁ! যতটা পারি, আমি লিখে থাকি ছড়া
জানি সে ছড়ার চাইতে ভালো ডালবড়া,
আমার ছড়ার চেয়ে ঢের ভালো পেঁয়াজি
নিজেই বলছি গো, রেখে জীবনটা বাজী!
আমার ছড়ার চেয়ে উন্নত চিজ মোটা ভাত
তুচ্ছ ছড়া আমার কারুর ভরায় না পাত।
বলে না সে বিরাট বা ছোটো কোনো বাণী
নিজেই বা আমি জীবনের কতটুকু জানি?
দু'-চার জন পাঠক পড়েন, আমি লিখি ছড়া
আমার ভেতরে নেই কোনো ভাব হামবড়া।
ভেতরে কিসসু নেই তবু কেন লিখি ছড়া?
কেনই বা সুধী পাঠকের সময় বিনষ্ট করা!
জবাব, হাল্কা বস্তুও একটু লেগে যায় কাজে
তুচ্ছ পলকা আনন্দও তো চাই মাঝেমাঝে!
বড় বড় সব গভীর বিষয় লিখবেন বিদ্দ্বজনে
কত কত তত্ত্ব ও ভাবনা ভরা তাঁহাদের মনে
আমি সামান্য মানুষ, একটুও গভীরতা নেই
লিখে ফেলি ছড়া পলকা কিছু মাথায় এলেই
সে ছড়া আলতো ভাসিয়ে দিই দুষ্টু বায়ুপ্রবাহে
পড়েটড়ে এমন কী হাওয়াও জোর হেসে বহে
আর আমি বলি, ব্যাস, এটুকুই তো কাঙ্খিত
কেউ হাসছে আমার ছড়া পড়ে, আমি বাধিত!
আসুক জীবনে আরো কষ্ট, সুখ থাকুক অধরা
কখনোই আসে না যেন অসহনীয় ছড়া-খরা!
জানি সে ছড়ার চাইতে ভালো ডালবড়া,
আমার ছড়ার চেয়ে ঢের ভালো পেঁয়াজি
নিজেই বলছি গো, রেখে জীবনটা বাজী!
আমার ছড়ার চেয়ে উন্নত চিজ মোটা ভাত
তুচ্ছ ছড়া আমার কারুর ভরায় না পাত।
বলে না সে বিরাট বা ছোটো কোনো বাণী
নিজেই বা আমি জীবনের কতটুকু জানি?
দু'-চার জন পাঠক পড়েন, আমি লিখি ছড়া
আমার ভেতরে নেই কোনো ভাব হামবড়া।
ভেতরে কিসসু নেই তবু কেন লিখি ছড়া?
কেনই বা সুধী পাঠকের সময় বিনষ্ট করা!
জবাব, হাল্কা বস্তুও একটু লেগে যায় কাজে
তুচ্ছ পলকা আনন্দও তো চাই মাঝেমাঝে!
বড় বড় সব গভীর বিষয় লিখবেন বিদ্দ্বজনে
কত কত তত্ত্ব ও ভাবনা ভরা তাঁহাদের মনে
আমি সামান্য মানুষ, একটুও গভীরতা নেই
লিখে ফেলি ছড়া পলকা কিছু মাথায় এলেই
সে ছড়া আলতো ভাসিয়ে দিই দুষ্টু বায়ুপ্রবাহে
পড়েটড়ে এমন কী হাওয়াও জোর হেসে বহে
আর আমি বলি, ব্যাস, এটুকুই তো কাঙ্খিত
কেউ হাসছে আমার ছড়া পড়ে, আমি বাধিত!
আসুক জীবনে আরো কষ্ট, সুখ থাকুক অধরা
কখনোই আসে না যেন অসহনীয় ছড়া-খরা!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন