কমরেড, কফি ও কবি
শুভশ্রী রায়
কমরেড, আসুন দুই সঙ্গে কফি খাব আজ!
হলে হয়ে যাক না মৌসুমী হাওয়ার ভুরু ভাঁজ
আপনার বাম-জগতে কবে থেকে তার রাজ!
আমিও আপনার সঙ্গের স্বাদ নিতে চাই আজ।
অনেক সময় ব্যর্থ হয়েছে করে অকারণ লাজ
খুৃঁজে নিই নিজেদের সময়ে একটু নিভৃত খাঁজ
দরকার নেই দামী কিছু, সাদামাটা হোক সাজ
সাধারণ কফি-আলয়ে যাব, না তো তাজফাজ!
হলে হয়ে যাক না মৌসুমী হাওয়ার ভুরু ভাঁজ
আপনার বাম-জগতে কবে থেকে তার রাজ!
আমিও আপনার সঙ্গের স্বাদ নিতে চাই আজ।
অনেক সময় ব্যর্থ হয়েছে করে অকারণ লাজ
খুৃঁজে নিই নিজেদের সময়ে একটু নিভৃত খাঁজ
দরকার নেই দামী কিছু, সাদামাটা হোক সাজ
সাধারণ কফি-আলয়ে যাব, না তো তাজফাজ!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৭৭ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন