কমরেডিয় ছড়া

শুভশ্রী রায় শুভশ্রী রায়


ঝকঝকে কমরেড, চকচকে গাল
ঢাকুরি সেতুর নিচে দেখা হ'ল কাল।
ছুটছিল, সভা আছে, মহা গোলমাল
বেশি কথা বলল না, আমারো কপাল!


মোটা গোঁফ কমরেড চওড়া কপাল
কড়া লোক তবে একটুও নয় জাল
নিরালা কথা বলার করি যেই তাল
শুরু হয়ে যায় তাঁর দলীয় খেয়াল।


কমরেডবাবু হাঁটে খুব জোরে জোরে
এমনিতে উঠে যায় খুব বেশি ভোরে
তারপরে চার পেয়ালা চা কম করে
দিবসটি শুরু হয় শত সংবাদ পড়ে।


দীর্ঘ কমরেড আদিতে চওড়াও ছিল
তারপরে কোথা থেকে কাঁকড়া আসিল
তার সাথে সে অনেক লড়াই চালাল
কিছু রূপ নিয়ে তার কাঁকড়া পালাল।


আজকাল কমরেড মেজাজ কি খাট্টা!
ভয় লাগে কাছে গেলে মেরে দেবে গাঁট্টা
কমিয়ে দিয়েছে তার সদাসাথী ইয়ার্কিঠাট্টা
খিটখিটে হয়ে গ্যাছে তবে যায় ভীড়ভাট্টা।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৬৮ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন