হৃদিপটে অকপটে

শুভশ্রী রায় শুভশ্রী রায়

মিথ্যার মধ্যে তুমি থেক না।
আমাকেও মিথ্যায় রেখ না।
'ভালোবাসি' বলেছ মুখে,
সংসার রেখেছ সুখে
তাও উড়ে আসে রটনা
তা ঠিক কতটা ফেনিল
বল, আর কতটা ঘটনা?
আমি অত খাটো না
যে ক্ষণিক বিচ্যুতি
জেনে বিষ ঢেলে দেব
সংসারী খেলাঘরে,
এত হাল্কা খেলুড়ে
আমাকে ভুলেও ভেব না
যে অনায়াসে তোমার
হৃদয়ের ভার নেব না।

দাও যত পেয়ে সুখী হই
তোমার সোহাগ আমি
মাথা থেকে পায়ে পরে রই।
কিন্তু এটুকুতে সুখী নই
তোমার গ্লানি, কষ্টের ভাগ,
অতীত আর এখনের
সমান্তরাল রাগ-অনুরাগ
সব হৃদিপটে নিতে চাই।
তুমি না দিলে কোথা থেকে
চোরাপথ দিয়ে পাই?

কাঞ্চনসুখ সহ আয় দিলে
অথচ পাপবোধ গিলে
ভারটুকু রেখে নিজে
বিষে নীল তিলে তিলে,
আমায় ওপরসুখ দিলে?
তোমার অপরাধবোধ
নিজের অতলে তালা দিয়ে,
সযতনে রেখে দিলে।

তোমার সবটুকু দিলে কই?
তোমার অসহ্য অস্বস্তি
আমায় দাও, নিয়ে আজ
বিশ্বাসে বিশ্বাসে সহধর্মিণী হই।
জীবনসঙ্গী, আমি কান নয়
উন্মুখ হৃদিপট পেতে রই।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন