ইচ্ছে তো করে
কবি - শুভশ্রী রায়
রোজ আমি কবিতা পড়ি, আজ কবিতাও আমাকে পড়ুক
আমার মুহূর্তগুলোকে পুরো নিজের মতো করেই গড়ুক
প্রতি দিন আমি তাকে ডাকি, সে আজ ডাকুক আমাকে
এক সাথে হাঁটাহাঁটি হোক জীবনের প্রতি বাঁকে বাঁকে
রোজ আমি তাকে আদর করি, ঝেড়ে দিই ধুলো গা থেকে
সেও পাল্টা আদর করুক, মনে আমার নিজেকে দিক এঁকে।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন