জালি মাল
শুভশ্রী রায়
তুমি নিজের ধর্মকে প্রকাশ্যে দাও গালি
অন্য সব ধর্মের নরম প্রশংসা গাও খালি
লক্ষ্য তোমার লক্ষ হাতের মননবিহীন তালি
আড়ালে ওদের ধর্মকেও বইয়ে দাও নালি
সত্য আর সুন্দরের মুখে মাখাও চূণকালি
তুমি মাল আসলে অতি চালাক এবং জালি।
অন্য সব ধর্মের নরম প্রশংসা গাও খালি
লক্ষ্য তোমার লক্ষ হাতের মননবিহীন তালি
আড়ালে ওদের ধর্মকেও বইয়ে দাও নালি
সত্য আর সুন্দরের মুখে মাখাও চূণকালি
তুমি মাল আসলে অতি চালাক এবং জালি।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১১৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন