হায়, হায় পাতি চোর কেষ্টা!
পালিয়ে পালিয়ে বেঁচে কিছু দিন
ধরা পড়ে গেছে শেষটা।
সাধু সেজে থাকলেও
শেষমেষ খেয়ে গেল কেসটা!
কৌশল করেনি তা নয়
বাঁচার হরেকরকম ছিল চেষ্টা
তবু ভরাডুবি হয়ে গেছে
যেহেতু দুর্বল ছিল তার বেসটা
এখন দেখার কী হয়
আগ্রহে অধীর হল দেশটা!
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১১৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন