প্রায় চার দিন গায়েব থাকার পরে, আজ
সূর্যদেব আকাশ থেকে দিয়েছেন সহাস্য উঁকি,
দেখে ভারী খুশি আমাদের পাঁচ বছরের খুকী।
এইটুকু তার হয়ে গিয়েছে জীবন নিয়ে বোধ,
তপন তাপে শুকিয়ে যাবে মুক্তি-মাঠের কাদা;
বিকেলবেলায় খেলতে থাকবে না আর বাধা!