খুশী
শুভশ্রী রায়
শুক পাখি, আমার প্রিয় সবুজ টিয়া
সুযোগ পেয়েই উড়ে গেছিস চলে!
তোর কথা আজও মনে হয় রে খুশী,
কে তোকে ভুলবে বল; প্রস্তর না হলে?
উড়ে যাওয়ার পর সে কী কষ্ট আমার,
ঘরসংসার মনে হত অর্থহীন, ফাঁকা!
কাছে নেই তবু থাকিস হৃদয়খানি জুড়ে
হিয়ার পটে সবুজ রঙে ছোট্ট দেহ আঁকা।
সুযোগ পেয়েই উড়ে গেছিস চলে!
তোর কথা আজও মনে হয় রে খুশী,
কে তোকে ভুলবে বল; প্রস্তর না হলে?
উড়ে যাওয়ার পর সে কী কষ্ট আমার,
ঘরসংসার মনে হত অর্থহীন, ফাঁকা!
কাছে নেই তবু থাকিস হৃদয়খানি জুড়ে
হিয়ার পটে সবুজ রঙে ছোট্ট দেহ আঁকা।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন